মুস্তাফিজের রেকর্ডগড়া ম্যাচে দিল্লির সান্তনার জয়

টি-টোয়েন্টিতে বিশ্বসেরা বোলারদের একজন তিনি! তাঁকে ছাড়া বাংলাদেশ কতটা অসহায় তা আরব আমিরাত সিরিজে হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। বলছিলাম, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের কথা। ফিজকে নিয়ে প্রথম ম্যাচে জয়ের পর তাঁকে ছাড়া বাকি দুই ম্যাচে বাংলাদেশের হার!

জাতীয় দল থেকে ছুটি নিয়ে নিশ্চিতভাবে মাত্র তিনটি ম্যাচের জন্য এবারের আইপিএলে ডাক পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজ। ভাগ্য সহায় হলে ম্যাচসংখ্যা আরও বাড়তে পারত। তবে ব্যক্তিগতভাবে খারাপ কাটেনি এই কাটার মাস্টারের।

চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে ‍মুস্তাফিজ আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। তার দল দিল্লি ক্যাপিটালসও শেষটা করল জয় দিয়ে।

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে শনিবার রাতে দিল্লি ও পাঞ্জাব কিংস উভয়েই লিগপর্বের শেষ ম্যাচ খেলতে নামে। শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব আইপিএলের প্লে-অফে ওঠায় তাদের জন্য আসরের আরও লড়াই বাকি।

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব ৮ উইকেটে ২০৬ রান তোলে। যা ৩ বল এবং ৬ উইকেট হাতে রেখে পেরিয়েছে দিল্লি। ম্যাচের প্রথম ইনিংসে দিল্লির সাফল্যের শুরুটা করেন মুস্তাফিজ। নিজের প্রথম ও ম্যাচের দ্বিতীয় ওভারেই তিনি পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্যকে ক্যাচ বানিয়ে ফেরান।

ইনিংসের শেষ উইকেটটাও ফিজের দখলেই গেছে। এর আগে ১৬তম ওভারে তার বলে ত্রিস্তান স্টাবসকে ক্যাচ দেন শশাঙ্ক সিং। এর মাধ্যমে এতদিন আইপিএলে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেটের রেকর্ডগড়া সাকিবকে ছাড়িয়ে যান ফিজ।

শেষ ওভারে তিনি মার্কো জানসেনকে ফিরিয়ে সংখ্যাটা আরও বাড়িয়ে নেন। আইপিএলে ৬০ ইনিংসে মুস্তাফিজের শিকার ৬৫ উইকেট। বাংলাদেশি তারকার রেকর্ডের দিনে ম্যাচটাও নিজেদের করে নেয় দিল্লি।

আইপিএল শেষে জাতীয় দলে ফিরছেন ফিজ। আগামী ২৮ মে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে সেরা ছন্দটাই ফিরে পেলেন বাংলাদেশে এই কাটার মাস্টার।

Exit mobile version