মেয়েদের আইপিএলে বাংলাদেশের মারুফা-রাবেয়া

সাকিব-লিটন ছেলেদের আইপিএলের নিলামে জায়গা না পেলেও আগামী বছর ভারতে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের ড্রাফটে জায়গা পেয়েছেন দুই বাংলাদেশী নারী ক্রিকেটার। মেয়েদের আইপিএল খ্যাত এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের চূড়ান্ত খেলোয়াড় তালিকায় জায়গা করে নিয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান। দুইজনের ভিত্তিমূল্যই ধরা হয়েছে ৩০ লাখ রুপি। নারীদের জমজমাট এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর।

গতকাল নারী আইপিএলের নিলামের জন্য খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এই আসরে খেলার লক্ষ্যে নিলামের জন্য নিবন্ধন করেছেন ১৬৫ জন ক্রিকেটার। সেখানে বিদেশি ৬১ জনের সাথে আছেন ১০৪ জন ভারতীয়। এদের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৫৬ জন নারী ক্রিকেটার। বাকী ১০৯ জনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ১৩ ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন বাংলাদেশের স্পিডস্টার মারুফা আক্তার। এই আঠারো বছর বয়সী বর্তমানে টাইগ্রেসদের বোলিং আক্রমণের অন্যতম ভরসা।

অপরদিকে, রাবেয়া খানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২০১৯ সালে। এই লেগ স্পিনার বাংলাদেশের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ১৬টি উইকেট পেয়েছেন। চলতি বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে তিন উইকেট পেয়েছেন রাবেয়া। সেই ম্যাচটি চার উইকেটে জিতে নিয়েছিলো বাংলাদেশ।

মেয়েদের আইপিএলের এবারের নিলামে খেলোয়াড় কিনবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। তাঁরা সবাই মোট ৩০ জন ক্রিকেটারকে কিনতে পারবেন। এরমাঝে বিদেশি ক্রিকেটারের কোটা নয়টি।

Exit mobile version