বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগ—ট্রফির আলোয় ঝলমল লিওনেল মেসির ক্যারিয়ার। কিন্তু এবার আলোচনার কেন্দ্রে মেসির নয়, তাঁর ছেলেদের জয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় অনুষ্ঠিত হয়েছে ‘মেমোরিয়াল ডে’ উদ্যাপন উপলক্ষে একটি যুব ফুটবল টুর্নামেন্ট—‘ড্রিমস কাপ’। এই টুর্নামেন্টে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৩ দলের হয়ে অংশ নেয় মেসির দুই ছেলে, থিয়াগো এবং চিরো। খেলা দেখতে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে গ্যালারিতে হাজির ছিলেন মেসিও।
দুই ছেলেই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলকে ট্রফি এনে দেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রফি হাতে দেখা যায় থিয়াগো ও চিরোকে। গর্বিত বাবা মেসির মুখে তখন প্রশান্তির চওড়া হাসি। সন্তানদের এই সাফল্যে নিজের খেলোয়াড়ি জীবনের সেরা মুহূর্তগুলোকেও হার মানিয়েছে বলে অনেকেই মন্তব্য করছেন।
তবে এটি প্রথমবার নয়। গত ফেব্রুয়ারিতেও এক দিনে তিন ছেলেই আলাদা আলাদা ট্রফি জিতেছিল। থিয়াগো ওয়েস্টন কাপ, মাতেও অনূর্ধ্ব-১১ এবং ছোট চিরো জিতেছিল খুদে দলের হয়ে। সেবার পুরো পরিবার মিলে উদ্যাপন করেছিল সেই জয়।
মেসির জীবনে হয়তো আর কোনো ট্রফির অভাব নেই, কিন্তু ছেলেদের সাফল্যে তার চোখে যে গর্ব আর আনন্দ—তা ফুটবল বিশ্বে আরেকটি মেসি প্রজন্মের আগমনেরই ইঙ্গিত দিচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















