আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বুধবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে টাইগাররা। তবে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল টাইগার শিবির। দলের সেরা তারকা না থাকায় একাদশ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
দলের সেরা তারকাকে নিয়ে আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ জয় পায় লিটনের দল। কিন্তু এরপর বিশ্বসেরা এই তারকার অভাবে বাকি দুই ম্যাচেই বাংলাদেশের হার। আশা ছিল পাকিস্তানের বিপক্ষে বিশ্বসেরা এই পেসারকে নিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
কিন্তু না! টি-টোয়েন্টির ডট বলের রাজা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না। তাই তো নতুন করে একাদশ নিয়ে ভাবনায় বিসিবিকে। আইপিএলে চোটের কারণে পাকিস্তান সিরিজ থেকে বাদ ফিজ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন খালিদ আহমেদ।
ফলে পেসারদের মধ্যে থেকে কাকে রেখে কাকে একাদশে জায়গা দেবেন, তা নিয়ে ভেবে চিন্তায় সিদ্ধান্ত নিতে হচ্ছে! প্রথম ম্যাচে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও পারভেন হোসেন ইমন। ওয়ানডাউনে থাকছেন অধিনায়ক লিটন দাস।
চারে থাকছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। পাকিস্তানের বিপক্ষে পাঁচে থাকছেন জাকের আলী। এই উইকেট কিপার ব্যাটার ব্যাট মাঝে মধ্যেই ৩০০ স্ট্রাইক রেটে ব্যাটিং উপহার দেন। তবে ছয়ে আসছে পরিববর্তন। আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে তিন ম্যাচেই ব্যর্থ শামীম!
তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। তখন সাতে থাকছেন রিশাদ হোসেন। সদ্যই পাকিস্তানের মাটিতে পিএসএলে দারুণ বোলিং উপহার দেন এই স্পিনার। আটে তানজিম হাসান সাকিব। নয়ে থাকছেন শরিফুল ইসলাম। এছাড়া হাসান মাহমুদের মঙ্গে একাদশে থাকছেন তানভির ইসলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















