মোস্তাফিজের ঝলকে ক্যাপিটালসের প্রথম জয়

মোস্তাফিজের ঝলকে ক্যাপিটালসের প্রথম জয়

অভিষেক ম্যাচেই ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিলেও দুবাই ক্যাপিটালসকে জেতাতে পারেনি মোস্তাফিজুর রহমান। অবশেষে রোববার দ্বিতীয় ম্যাচে আমিরাতি লিগে ৮৩ রানের বড় জয় পেয়েছে বাঁহাতি কাটার মাস্টার। এই ম্যাচেও দুটি উইকেট নিয়েছেন তিনি।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানে ৩ উইকেট হারায় দুবাই। তবে জর্ডান কক্স ও রভম্যান পাওয়েলের ৭৬ বলে ১১৯ রানের জুটিতে বড় স্কোর গড়ে তারা। দুবাই ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। ৪ রান দূরে থাকতে দলীয় ইনিংস শেষ হওয়ায় সেঞ্চুরি হয়নি পাওয়েলের। ৫২ বলে ৮ চার ও ৪ ছয়ে ৯৬ রানে অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান ব্যাটার। ৩৬ বলে ৪ চার ও ১ ছয়ে ৫২ রানে খেলছিলেন কক্স।

জবাবে ডেভিড উইলি প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন। দ্বিতীয় ওভারে প্রথমবার বল হাতে নেন মুস্তাফিজ। দ্বিতীয় বলে চার হজম করলেও পঞ্চম ডেলিভারিতে উন্মুক্ত চাঁদকে সাজঘরে পাঠান তিনি। পাওয়ার প্লেতে ভয়ঙ্কর হয়ে ওঠা ফিল সল্টও মুস্তাফিজের শিকার। ষষ্ঠ ওভারে দ্বিতীয়বার বল নিয়ে আবুধাবির ওপেনারকে পাওয়েলের ক্যাচ বানান। ২১ বলে দুটি করে চার ও ছয়ে ২৭ রান করেন সল্ট। মুস্তাফিজ ও উইলির দুর্দান্ত বোলিংয়ে শুরুর ধাক্কা আবুধাবি সামলে উঠতে পারেনি। মুস্তাফিজ আরেকবার বল হাতে নেন ১৫তম ওভারে। এবার ৭ রান দিলেও ছিলেন উইকেটশূন্য।

তবে শেষ দিকে ওয়াকার সালামখিল দুর্দান্ত বোলিংয়ে চার উইকেট তুলে নিলে বড় হার মানতে হয় আবুধাবিকে। ১৫.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় তারা। সালামখিল ৩.৩ ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট নেই। মুস্তাফিজ ৩ ওভারে ২২ রান দিয়ে দুটি উইকেট নেন। উইলি সমান ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট পান। মোহাম্মদ নবীও শিকার করেন ২ উইকেট।

Exit mobile version