নাটকীয় ঘটনা বললে কম বলাই হবে। এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে বসুন্ধরা কিংস ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে। পয়েন্ট হারানোর বিষয়টি তখন অনেকটা নিশ্চিত। এমন সময় চমক দেখালেন বসুন্ধরা কিংসের দুই বিদেশি বোবুর্বেক ও মিগুয়েল। মাত্র আট মিনিটের ব্যবধানে দুই গোল করে তারা বসুন্ধরা কিংসকে ২-১ গোলে জয় এনে দেন।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে পরিস্কারভাবে নেতৃত্ব দিচ্ছে বসুন্ধরা কিংস। পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট তাদের। উড়িষ্যা রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ৯। মোহনবাগান ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। আর মাজিয়া চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ৩। মাজিয়া আগে থেকেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।
সোমবার বসুন্ধরা ও মাজিয়া ম্যাচের কিছু সময় পর ভারতের দুই ক্লাব উড়িষ্যা এফসি ও মোহনবাগানের ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে বড় ধরণের চমক ঘটে। শক্তিশালী মোহনবাগানকে তাদের মাঠে উড়িষ্যা ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে দেয়। উড়িষ্যা এ জয়ের ফলে গ্রুপের জায়ান্ট দল মোহনবাগানের বিদায় নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে পরবর্তী রাউন্ডে ওঠার লড়াইয়ে বসুন্ধরা কিংসের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে উড়িষ্যা।
আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় উড়িষ্যার বিপক্ষে বসুন্ধরার ম্যাচটি অ্যাওয়ে ম্যাচ। অর্থাৎ কিংস অ্যারেনার মতো পরিচিত পরিবেশও পাবে না, তেমনি পাবে না দর্শক সমর্থন। অন্যদিকে এর সবই পাবে উড়িষ্যা। তবে বসুন্ধরা একটা স্বস্তি নিয়ে উড়িষ্যার মুখোমুখি হতে পারবে। হোম ম্যাচে উড়িষ্যাকে হারিয়ে দিয়েছিল বসুন্ধরা। আবার এই বিষয়টি বসুন্ধরার জন্য দুঃশ্চিন্তার হতে পারে। কেননা উড়িষ্যার বিপক্ষে জয় পেতে যথেষ্ঠ কাঠখড় পোড়াতে হয়েছিল বসুন্ধরাকে। ৩-২ গোলে জয় পেয়েছিল বসুন্ধরা।
নিজেদের মাঠে উড়িষ্যা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা ভালোভাবে টের পেয়েছিল মাজিয়া। যে মাজিয়াকে নিজেদের মাঠে হারাতে বসুন্ধরা কিংসের ঘাম ছুটেছে সেই মাজিয়াকে নিয়ে উড়িষ্যা ছেলেখেলা করেছিল। ৬-১ গোলে জয় পেয়েছিল ভারতের ক্লাবটি। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শেষ ম্যাচে বুসন্ধরাকে বড় ধরণের চ্যালেঞ্জের মুখোুমখি হতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















