কাছাকাছি গিয়েও মাত্র চার রানের জন্য গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। লাল-সবুজদের এমন হারের পেছনে বাংলাদেশের স্নায়ুচাপ সামলাতে না পারা এবং ম্যাচের পরিস্থিতি ঠিকঠাক বুঝতে না পারাকে দায়ী করেছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা। সাথে হৃদয়ের এলবিডব্লিউটাই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করেছে বলে মনে করেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাথে বাংলাদেশের ভুলের সাদৃশ্য নিয়ে কথা বলেছেন রমিজ। সেখানে তিনি বলেন, ‘উপমহাদেশের আরও একটি দলের ম্যাচ জেতা উচিত ছিল এবং তারা জিততে পারেনি। যেখানে সমস্যা হয়েছে, তা হলো স্নায়ুতে। টেম্পারামেন্ট, জেতার ইচ্ছা, রান তাড়ার সক্ষমতা, আপনার ম্যাচ বুঝতে পারার ক্ষমতা—পাকিস্তানের মতো বাংলাদেশের ক্ষেত্রেও এসব কিছু প্রশ্নবিদ্ধ হয়েছে। দেখুন, ১০০–এর কাছাকাছি স্কোর তো করা উচিত ছিল। উইকেট যেমন হোক, কন্ডিশন যেমন হোক, প্রতিপক্ষ যে–ই হোক (এই রান নিয়ে নেওয়া উচিত ছিল)।’
হৃদয়ের আউটটা বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে রমিজ বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জন্য আনন্দের এবং বাংলাদেশের জন্য হতাশার মুহূর্ত ছিল হৃদয়ের আউট হয়ে যাওয়া। সে দারুণ ব্যাট করছিল। সে সহজাত প্রতিভাও বটে। ভয়ডরহীন ক্রিকেট খেলে। কিন্তু রাবাদার বলে তাকে এমন একটি আউট দিয়ে দিয়েছে আম্পায়ার, যেটি না দিলেও পারত। ওই আউট নাও হতে পারত। সেটা ছিল আম্পায়ার্স কল এবং বল লেগেছে অনেক ওপরে। এরপর লেগ সাইড দিয়ে বল চলেও যাচ্ছিল। মনে হচ্ছে ভাগ্যও বাংলাদেশের পক্ষে ছিল না। তখন আম্পায়ার যদি হৃদয়ের আউট না দিত; কারণ, সেটা আউট না হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল, তবে এই ম্যাচ বাংলাদেশ জিততেও পারত। আর এমন সময়েই রাবাদা একটি দারুণ ব্রেক থ্রু এনে দিয়েছে। যার ফলে হৃদয় আউট হয়েছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















