বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনো সাত মাস বাকি। তবে এরই মধ্যে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের আবহাওয়া খেলোয়াড়দের মধ্যে দুঃশ্চিন্তা ছড়িয়ে দিয়েছে। গরমে খেলোয়াড়দের সমস্যা হতে পারে- এমন আশঙ্কায় বিশ্বকাপে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। ফিফা জানিয়েছে, খেলোয়াড়দের স্বাভাবিক খেলা অব্যাহত রাখতে ম্যাচের উভয়ার্ধে তিন মিনিট করে ‘হাইড্রেশন ব্রেকস’ দেওয়া হবে।
প্রতি ম্যাচের উভয়ার্ধে ২২ মিনিট পর রেফারি তিন মিনিট বিরতি হবে। কোচ ও ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনার পর ফিফা এমন সিদ্ধান্ত নিয়েছে।
ফিফা জানিয়েছে, চলতি বছরের ফিফা ক্লাব বিশ্বকাপসহ আরও কিছু টুর্নামেন্টে এমন বিরতির ব্যবস্থা ছিল। তবে তা কেবল গরমের ব্যাপকতার ভিত্তিতে। ক্লাব বিশ্বকাপে বেশ কিছু ম্যাচের সময় তাপমাত্রা ৩৮ডিগ্রিতে পৌঁছেছিল। সে কারণে এই বিরতি দেওয়া হয়েছিল।
ক্লাব বিশ্বকাপে তাপমাত্রা নিয়ে বেশ কিছু সমালোচনা হয়েছিল। বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড আন্দ্রেস শেলডারাপ বলেছিলেন, এত গরমের মধ্যে খেলেছি, আমার এমনটা মনে হয় না। আমার মনে হয় এটা স্বাস্থ্যের জন্য ভালো না। ‘
চেলসির এঞ্জো ফার্নান্দেস বলেছিলেন, একদিন তো আমার মাথা ঝিমঝিম করছিল। আমি মাঠে শুয়ে পড়েছিলাম। এত তাপমাত্রায় খেলা বিপদজ্জনক।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















