উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে আরো এক ধাপ এগিয়ে গেল নটিংহাম ফরেস্ট। গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে তারা অ্যাওয়ে ম্যাচে টটেনহাম হস্পারকে হারিয়েছে। ২-১ গোলে জয় পেয়েছে। নটিংহামের হয়ে ইলিয়ট অ্যান্ডারসন ও ক্রিস উড গোল করেন। টটেনহামের হয়ে ব্যবধান কমান রিচার্লিসন।
এ জয়ের ফলে নটিংহাম ফরেস্ট পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। ৩৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬০। ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬।
নটিংহাম ফরেস্টের এ জয়ে কপাল পুড়তে পারে ম্যানচেস্টার সিটির। তারা চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে। ৫৮ পয়েন্ট ম্যানসিটির।
অ্যাওয়ে ম্যাচের শুরুতেই চমক দেখিয়েছিল নটিংহাম ফরেস্ট। মাত্র ১৬ মিনিটের মধ্যে তার জোড়া গোল পেয়ে যায়। অ্যান্ডারসন পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ক্রিস উড ব্যবধান দ্বিগুন করেন ১৬ মিনিটে। প্রিমিয়ার লিগে এটি তার ১৯তম গোল। ম্যাচের শেষ সময়ে এসে ব্যবধান কমান রিচার্লিসন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















