ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতটা ছিল অঘটনের এক রাত। ম্যানচেস্টার সিটির পাশাপাশি লিভারপুল এদিন বিধ্বস্ত হয়েছে। ম্যানসিটি ২-১ গোলে হেরেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে। আর লিভারপুলকে বধ করেছে নটিংহাম ফরেস্ট। ব্যবধান ৩-০ গোল। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে চেলসি। ২-০ গোলে তারা হারিয়েছে বার্নলিকে।
বার্নলিকে হারানোর মাঝ দিয়ে চেলসি পয়েন্ট টেবিলে বড় ধরণের সুবিধা পেয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। পেছনে ফেলেছে ম্যানসিটিকে। দ্বাদশ রাউন্ড শেষে চেলসির পয়েন্ট ২৩, ম্যানসিটি ২২ পয়েন্টে আটকে আছে। নাজুক অবস্থা লিভারপুলের। দলটি জিততে যেন ভুলে গেছে। শীর্ষ দশের বাইরে এখন তাদের অবস্থান। ১২ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে তারা।
অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে চেলসি উভয়ার্ধে একটি করে গোল করে। ৩৭ মিনিটে পেদ্রো নেটো এবং ৮৮ মিনিটে এঞ্জো ফার্নান্দেজ গোল চেলসির জয় নিশ্চিত করেন। এর মাধ্যমে শেষ ছয় ম্যাচে ব্লূজরা পঞ্চম জয়ের দেখা পেল। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও লা লিগায় আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে এমন পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

নিজেদের মাঠে এমন ভরাডুবি হবে তা হয়তো লিভারপুলের কোনো সমর্থক চিন্তা করতে পারেনি। শিরোপার স্বপ্ন এখন তাদের জন্য এক দুঃস্বপ্ন। অ্যানফিল্ডে এটা ছিল নটিংহাম ফরেস্টের সবচেয়ে বড় জয়। আর ২০২১ সালে ম্যানসিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর এটা তাদের সবচে বড় হার।

সাত মিনিটের এক ঝড়ে ম্যানসিটিকে স্তদ্ধ করে দেয় নিউক্যাসল ইউনাইটেড। ৬৩ ও ৭০ মিনিটে হার্ভে বার্নেসের গোলে ম্যানসিটির ভাগ্য লেখা হয়ে যায়। দুই গোলে হজমের মাঝে রুবিন দাস অবশ্য গোল করে ম্যানসিটির মুখে স্বস্তি ফিরিয়েছিলেন। কিন্তু তা মাত্র দুই মিনিট স্থায়ী ছিল। মাঠে ম্যানসিটির গোল মেশিন আর্লিং হালান্ড থাকলেও গোলের দেখা পাননি। ম্যচের শেষ দিকে আক্রমণের ঝড় বইয়ে দিলেও হারের লজ্জা এড়াতে পারেনি ম্যানসিটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















