শৈশবের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিলো ব্রায়ান এমবুমোর। প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত এই ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড। ব্রেন্টফোর্ড থেকে মোটা অঙ্কের ট্রান্সফার ফিতে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছে ইংলিশ জায়ান্টরা।
ছোটবেলা থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে বড় হয়েছেন এমবুমো। সেই ভালোবাসার ক্লাবের হয়েই এবার মাঠে নামবেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার। সংবাদমাধ্যমে জোর আলোচনা চললেও অবশেষে সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ইউনাইটেড।
ব্রেন্টফোর্ডের হয়ে ছয় বছরের ক্যারিয়ার শেষে এবার শুরুর অপেক্ষায় ‘স্বপ্নের ক্লাবে’ নতুন অধ্যায়। মূল চুক্তি পাঁচ বছরের হলেও থাকছে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ।
ট্রান্সফার ফির ক্ষেত্রেও গুঞ্জনই সত্যি হয়েছে। ইউনাইটেড এমবুমোর জন্য দিচ্ছে ৬৫ মিলিয়ন পাউন্ড (৮৮ মিলিয়ন মার্কিন ডলার) এবং আরও ছয় মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে পারে বিভিন্ন শর্তসাপেক্ষ বোনাস হিসেবে।
ফ্রান্সে জন্ম নেওয়া ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড বয়সভিত্তিক ফুটবলে ফ্রান্সের প্রতিনিধিত্ব করলেও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন বাবার দেশ ক্যামেরুনকে। ১৪ বছর বয়সে তোয়াহর একাডেমিতে যোগ দিয়ে গড়ে তুলেছেন নিজের ক্যারিয়ার। সেখান থেকে ব্রেন্টফোর্ড হয়ে পৌঁছে গেলেন ওল্ড ট্র্যাফোর্ডে।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এমবুমো, ২০ গোল করে ছিলেন লিগের চতুর্থ সর্বোচ্চ স্কোরার। ফলে তার দিকে নজর ছিল নিউক্যাসল, টটেনহ্যাম, আর্সেনাল ও চেলসির মতো ক্লাবগুলোর। শেষ পর্যন্ত দরকষাকষিতে এগিয়ে গিয়ে লড়াই জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
চুক্তি স্বাক্ষরের পর এমবুমো বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার স্বপ্ন সবসময়ই ছিল। সুযোগ পেয়েই কোনো দ্বিধা ছিল না। আমি এই ক্লাবের জার্সি পরে বড় হয়েছি।”
নিজেকে প্রতিনিয়ত উন্নত করার লক্ষ্যও তুলে ধরেছেন তিনি, “আমি চাই প্রতিদিন আরও ভালো হতে, বড় স্বপ্ন ছুঁতে। কোচ হুবেন আমুরি এবং বিশ্বমানের ফুটবলারের সঙ্গে খেলে নিজেকে আরও শানিত করতে চাই।”
মূলত ডান উইংয়ে খেললেও সেন্টার ফরোয়ার্ড হিসেবেও দারুণ কার্যকর এমবুমো। সামনের যুক্তরাষ্ট্র সফরে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচেই ইউনাইটেডের জার্সিতে দেখা যেতে পারে তাকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















