ম্যান ইউ নয়, অ্যাতলেটিকো মাদ্রিদের রাডারে মার্তিনেজ

এই গ্রীষ্মকালীন দলবদলে নতুন গন্তব্যের খোঁজে রয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার আগ্রহ থাকলেও, ক্লাবটি তার প্রতি আপাতত কোনো আগ্রহ দেখাচ্ছে না। মূলত, ইউনাইটেডের বর্তমান গোলকিপার আন্দ্রে ওনানা ক্লাব ছাড়তে না চাওয়ায় মার্তিনেজের জন্য কোনো প্রস্তাব দেওয়া হচ্ছে না।

তবে এমির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে স্পেনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, অ্যাতলেটিকো মাদ্রিদ মার্তিনেজের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে যদি দীর্ঘদিনের প্রথম পছন্দের গোলরক্ষক ইয়ান ওবলাক ক্লাব ছাড়েন, তাহলে অ্যাতলেটিকো মার্তিনেজের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিতে পারে।

৩২ বছর বয়সী স্লোভেনিয়ান গোলরক্ষক ওবলাক গত কয়েক মৌসুম ধরেই দল ছাড়ার গুঞ্জনের কেন্দ্রে আছেন। এবারও সেই গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে। এই সুযোগেই অ্যাতলেটিকো মার্তিনেজকে দলে টানতে চায়, বিশেষ করে যখন সৌদি ক্লাবগুলো আগ্রহ দেখালেও মার্তিনেজ ইউরোপেই থাকতে চান।

এদিকে অ্যাস্টন ভিলা নিজেদের আর্থিক পরিস্থিতি সামাল দিতে কিছু খেলোয়াড় বিক্রি করতে পারে। এরইমধ্যে ক্লাবটি জানুয়ারিতে জোন ডুরান এবং গত গ্রীষ্মে মুসা দিয়াবিকে সৌদি লিগে বিক্রি করেছে।

তাই, ইউনাইটেডে যাওয়া না হলেও এই গ্রীষ্মে মার্তিনেজকে নতুন ক্লাবে দেখা যেতে পারে, বিশেষ করে যদি অ্যাতলেটিকো মাদ্রিদের গোলরক্ষক পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন হয়।

Exit mobile version