যুদ্ধবিরতি, পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা!

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ফলে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ! এমনটাই দাবি পাকিস্তানের গণমাধ্যমের। দেশটির সংবাদ মাধ্যম জানায়,‘২৫ তারিখ থেকেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার সিরিজ। ভেন্যু পরিবর্তন বা কোনো বিষয়েই ন্যূনতম পরিবর্তন আসছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাতে রাজি।

ভারত এবং পাকিস্তান দুই দেশই যখন যুদ্ধবিরতিতে সম্মত, তখন ম্যাচ আয়োজনে খুব বড় কোনো জটিলতা দেখছেন না পাকিস্তান ক্রিকেটের কর্তাব্যক্তিরা। পাকিস্তানের গণমাধ্যম জিও সুপারের এক খবরে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা কিংবা ম্যাচ আয়োজনের সক্ষমতা প্রসঙ্গে কোনো প্রকার আপত্তি জানানো হয়নি। দুই দেশের বোর্ডের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ চলছে ম্যাচ আয়োজনের প্রশ্নে। আর পাকিস্তানও তাদের নিরাপত্তা প্রটোকল নিয়ে বরাবরের মতোই সতর্ক অবস্থায় রয়েছে।

এছাড়া সামা টিভি অবশ্য সরাসরিই জানিয়েছে, ২৫ তারিখ থেকেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যেকার সিরিজ। ভেন্যু পরিবর্তন বা কোনো বিষয়েই ন্যূনতম পরিবর্তন আসছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাতে রাজি বলেও উল্লেখ করেছে তারা।

উল্লেখ্য, চলতি মাসে ২৫ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরের দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। আর শেষ তিন ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজে অংশ নিতে ২১ মে তারিখে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের।

Exit mobile version