যুব হ্যান্ডবলে ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বান্দরবান

অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবলের ফাইনালে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে শিরোপা জিতেছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা। বুধবার বিকেলে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৩৭-২২ গোলে ঢাকাকে পরাজিত করে।

বিজয়ী দল প্রথমার্ধে ১৬-০৮ গোলে এগিয়েছিলো। বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ০৯নং জার্সিধারী অংটাইমং মার্মা ফাইনাল খেলায় সর্বোচ্চ ১৪ গোল করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্নসচিব) মো: আমিনুল ইসলাম, এনডিসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো: হাসানউল্লাহ খান রানা, সহকারী সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান ও মো: সালাউদ্দিন আহম্মেদ, ফেডারেশনের কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর হোসেন, প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি জনাব মো: নূরুল ইসলাম, ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু।

Exit mobile version