মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোনালদোর দারুণ সম্পর্ক। এই সম্পর্কের শুরু হয়েছিল যখন পর্তুগিজ মহাতারকা নিজেই ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্পের সঙ্গে দেখা করার। রোনালদো তখন ট্রাম্পকে বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখেন এমন লোকদের একজন বলে অভিহিত করেছিলেন। যে কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন রোনালদো।
গত মাসে রোনালদোর সেই ইচ্ছা পূরণ হয়, তিনি সৌদি প্রতিনিধি দলের অংশ হিসেবে হোয়াইট হাউসের এক নৈশভোজে অংশ নেন এবং প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকও করেন।
এ সময় ট্রাম্প রোনালদোকে প্রশংসা করে বলেন, ‘অসাধারণ একজন মানুষ, কেবল ক্রীড়াবিদ হিসেবে নয়, ব্যক্তি হিসেবেও।’
ট্রাম্পও তখন মজা করে বলেন, এই সাক্ষাৎ তার ছেলে ব্যারনের কাছে তাকে কিছুটা বাড়তি সম্মান এনে দিয়েছে, কারণ ব্যারন রোনালদোর বিশাল ভক্ত। নৈশভোজে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। আর রোনালদো এখানে আছে। ব্যারন তার সঙ্গে দেখা করতে পেরেছে, আর আমি মনে করি শুধু আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার কারণে সে তার বাবাকে একটু বেশি সম্মান করছে। আপনাদের দু’জনকে ধন্যবাদ। সত্যিই এটি একটি সম্মান।’
হোয়াইট হাউসও ভিডিও প্রকাশ করে ক্যাপশন দেয় ‘Two GOATs’। ট্রাম্প রোনালদোকে হোয়াইট হাউসের স্বর্ণের প্রতীকী চাবিও উপহার দেন-যা বিশেষ অতিথিদের দেওয়া হয়। আর এবার ফোনকল নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো, মহান ফুটবলার, আমাকে ফোন করে হোয়াইট হাউস ও ওভাল অফিসে তার সফরের জন্য ধন্যবাদ জানালেন। কী অবিশ্বাস্য মানুষ তিনি-কেবল অ্যাথলিট হিসেবে নয়, একজন ব্যক্তি হিসেবেও। এর থেকে ভালো আর কেউ হয় না!’
তবে ৪০ বছর বয়সী রোনালদো হোয়াইট হাউসে নৈশভোজে অংশ নেওয়ায় কিছু সমালোচনার মুখে পড়েছিলেন। অবশ্য তার দুই বোন এলমা ও ক্যাটিয়া অ্যাভেইরো ভাইকে জোরালোভাবে সমর্থন করেছেন।
এ বিষয়ে এলমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘এই ভাঁড়গুলো এখনও বুঝতে পারেনি যে, অন্যদের মতামত নিয়ে সে এক বিন্দুও ভাবে না? এটা তাদের জন্য নয় যারা চায়, বরং তাদের জন্য যারা সামলাতে পারে। ওদের বলার মতো আর কিছু নেই, ধুর।’
অন্যদিকে ক্যাটিয়া একটি ভিডিওতে বলেন, ‘সবকিছু ছিল শুধু কাজের ফল, যেটা অনেক সমালোচক শুধুই শুনে এসেছে। হোয়াইট হাউসে একটি সফর, আর সঙ্গে সঙ্গে যেন এক আবেগের পারমাণবিক বিস্ফোরণ! ভণ্ডামির শেষ নেই। এমন এক হুঙ্কার ওঠেছে যে ভয় লাগে। যেন ক্রিশ্চিয়ানো দুনিয়ার শেষ ঘোষণা করেছে।’
আল-নাসরের হয়ে রোনালদো দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন। এই বয়সেও অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখে। মাত্র নয় ম্যাচে ১০ গোল করেছেন এবং লিগের শীর্ষ গোলদাতাদের একজন। প্রথম ফুটবলার হিসেবে ১,০০০ গোলের মাইলস্টোনের দিকেই এগোচ্ছেন তিনি।
আল-নাসরের পরবর্তী ম্যাচ ১০ ডিসেম্বর আল ওয়াহদার বিপক্ষে এক প্রীতি ম্যাচ। রোনালদো নিশ্চিত করেছেন, আসন্ন বিশ্বকাপই হবে পর্তুগালের হয়ে তার শেষ বড় টুর্নামেন্ট। তাহলে কি সবচেয়ে বড় মঞ্চ-বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে আরেকবার দেখা হতে পারে? এর আগে গত মাসে রোনালদো বলেছিলেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করেন, ‘ক্রিশ্চিয়ানো, বিশ্বকাপ জেতা কি তোমার স্বপ্ন?’-না, এটা আমার স্বপ্ন নয়। বিশ্বকাপ জিতলেও আমার নাম ফুটবলের ইতিহাসে আর বদলাবে না, আমি মিথ্যা বলব না। আমি যা নিশ্চিত জানি তা হলো, আমি মুহূর্তটাকে উপভোগ করবো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















