আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে রাজনৈতিক কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে এই সফর। ভারত সরকারের পক্ষ থেকে এখনো সফরের জন্য সবুজ সংকেত না পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সফর স্থগিত করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনায় বসেছে।
দিল্লির শীর্ষ সরকারি সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের শীতলতায় কেন্দ্রীয় সরকার এই সফর এখন আয়োজনের উপযুক্ত সময় মনে করছে না। সরকার মনে করছে, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে সফরে গেলে তা দেশের সাধারণ মানুষের মাঝে ভুল বার্তা দিতে পারে।
১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত ছিল এই সিরিজ। বিসিসিআই এখন সফর ‘রিশিডিউল’ করার পথে এগোচ্ছে। বিসিবির একাধিক কর্মকর্তা ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এই সিরিজে টেস্ট ম্যাচ না থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পয়েন্টের কোনো প্রভাব পড়বে না। ফলে সফর স্থগিত হলেও ক্রিকেটীয় দিক থেকে বড় কোনো ক্ষতি হবে না ভারতীয় দলের।
তবে দুই বোর্ডের মধ্যে সম্পর্ক এখনও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। এক শীর্ষ কর্মকর্তা বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান এক নয়। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে। এবার সিরিজ না হলেও ভবিষ্যতে তা আয়োজন করা সম্ভব হবে।”
রাজনৈতিক বাস্তবতায় স্থগিত হলেও এই সিরিজ ভবিষ্যতে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ থাকছে। আপাতত দুই বোর্ডের মধ্যে নতুন সময়সূচি নিয়ে আলোচনা চলছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















