বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে। রবিবার (২২ জুন) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, রাজশাহী অঞ্চলে একটি প্রিমিয়ার লিগ চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে আমরা বিকেন্দ্রীকরণের পথে হাঁটছি। রাজশাহীসহ গ্রেটার রাজশাহী রিজিয়নে নিয়মিত প্রিমিয়ার লিগ চালু করবো। এ অঞ্চলে আরও বেশি ক্রিকেট আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।”
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পূর্ণ সদস্য হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি দেশজুড়ে আয়োজন করছে নানা কর্মসূচি। রাজশাহীর অনুষ্ঠানে বুলবুল বলেন, “খুলনা ও রাজশাহীতে মানুষের সাড়া দেখে আমরা টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এখানে দারুণ গ্রাউন্ডস ও উইকেট আছে, যা আন্তর্জাতিক মানের।”
তিনি আরও বলেন, “যদি দেশের সব জায়গায় এমন ফ্যাসিলিটিজ তৈরি করা যায়, তবে স্বাভাবিকভাবেই ভালো খেলোয়াড় উঠে আসবে। রাজশাহী থেকে জাতীয় দলে আরও বেশি খেলোয়াড় আসার পথ তৈরি করতে হবে।”
অনুষ্ঠানের আয়োজকরা জানান, আইসিসির পূর্ণ টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৫ বছর উপলক্ষে বিভাগীয় শহরগুলোতে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট আয়োজনের মূল উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মকে ক্রিকেটের প্রতি আগ্রহী করা এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া।
