বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। আরব আমিরাত সিরিজের ব্যর্থতা ভুলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জ্বলে উঠতে চায় টাইগাররা। তবে পাকিস্তানের বিপক্ষে দলের সেরা তারকা না থাকায় একাদশ নিয়ে কিছুটা ভাবনায় টিম ম্যানেজমেন্টকে।
মোস্তাফিজকে নিয়ে আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ জয় পায় লিটনের দল। কিন্তু এরপর বিশ্বসেরা এই তারকার অভাবে বাকি দুই ম্যাচেই বাংলাদেশের হার। আশা ছিল পাকিস্তানের বিপক্ষে বিশ্বসেরা এই পেসারকে নিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। দুই দল এখন পর্যন্ত ১৯বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে বাংলাদেশের জয় কেবল ৩। আর পাকিস্তানের জয় ১৬ ম্যাচে।
টি-টোয়েন্টির ডট বলের রাজা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ডাক পেয়েছেন খালিদ আহমেদ। এছাড়া নাহিদ রানা নেই এই সফরে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















