জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ধানমন্ডি ক্লাবের। মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়সকে তারা ৪ উইকেটে হারায়। এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্স ইউনিয়ন ২৬২ রান সংগ্রহ করে। জবাবে ফজলে মাহমুদ রাব্বি ও অধিনায়ক নুরুল হাসান সোহানের জোড়া ফিফটিতে ৬ বল হাতে রেখেই ৬ হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ধানমন্ডি। ফলে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাহফিজুল ইসলাম রবিন, ইমতিয়াজ হোসেন ও মিজানুর রহমানের হাফ সেঞ্চরিতে ২৬২ রান সংগ্রহ করে ব্রাদার্স।
জবাবে খেলতে নেমে দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও আশিকুর রহমান শিবলি মিলে ৫৬ রানের জুটি গড়েন। হাবিবুর এলবিডিব্লিউর ফাঁদে পড়ে ৩২ রানে আউট হলে জুটি ভাঙে তাদের। সঙ্গীকে হারিয়ে কিছুক্ষণ পর ফিরে যান শিবলিও (২৩)।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















