জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ধানমন্ডি ক্লাবের। মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়সকে তারা ৪ উইকেটে হারায়। এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্স ইউনিয়ন ২৬২ রান সংগ্রহ করে। জবাবে ফজলে মাহমুদ রাব্বি ও অধিনায়ক নুরুল হাসান সোহানের জোড়া ফিফটিতে ৬ বল হাতে রেখেই ৬ হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ধানমন্ডি। ফলে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাহফিজুল ইসলাম রবিন, ইমতিয়াজ হোসেন ও মিজানুর রহমানের হাফ সেঞ্চরিতে ২৬২ রান সংগ্রহ করে ব্রাদার্স।
জবাবে খেলতে নেমে দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও আশিকুর রহমান শিবলি মিলে ৫৬ রানের জুটি গড়েন। হাবিবুর এলবিডিব্লিউর ফাঁদে পড়ে ৩২ রানে আউট হলে জুটি ভাঙে তাদের। সঙ্গীকে হারিয়ে কিছুক্ষণ পর ফিরে যান শিবলিও (২৩)।
