শান্তির খেলা বলে পরিচিত ক্রিকেটে আবারও দেখা গেল অনভিপ্রেত এক চিত্র। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে হাতাহাতিতে জড়ালেন দুই খেলোয়াড়—বাংলাদেশের রিপন মন্ডল এবং প্রোটিয়া পেসার টিপেসু এনটুলি।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারে। এনটুলির প্রথম বলেই ডাউন দ্য উইকেটে গিয়ে একটি দুর্দান্ত ছক্কা হাঁকান রিপন। এতে চটে গিয়ে ব্যাটারের দিকে তেড়ে আসেন এনটুলি। এরপর শুরু হয় কথার লড়াই। তবে কেবল কথাতেই সীমাবদ্ধ থাকেননি এনটুলি। আচমকাই রিপনকে ধাক্কা দেন এবং তার হেলমেট ধরে টানাটানিও করেন।
রিপন প্রথমে বিষয়টি ঠাণ্ডা মাথায় সামলাতে চাইলেও এনটুলির আক্রমণাত্মক ভঙ্গিতে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। আম্পায়ার ও আশপাশের খেলোয়াড়রা তড়িঘড়ি এগিয়ে এসে দুইজনকে আলাদা করেন। এনটুলি এরপরও রিপনের দিকে আঙুল তুলে কিছু বলতে থাকেন।
বাংলাদেশ ইমার্জিং দল অবশ্য আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। প্রথম ইনিংসে তারা করে ৩৭১ রান। রিপন করেন ৮১ বলে ৪৩ রান। শেষ পর্যন্ত তাকেই আউট করেন এনটুলি।
ম্যাচ শেষে মাঠে এমন আচরণের জন্য এনটুলির বিরুদ্ধে আইসিসি বা ম্যাচ রেফারির পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খেলোয়াড়দের এমন আচরণ ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী, এমনটা মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















