ঘরোয়া লিগে রিয়াল মাদ্রিদ স্বস্তিতে নেই। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে পয়েন্ট খুইয়েছে দলটি। এবার চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেলো স্প্যানিশ ক্লাবটি। বুধবার রাতে নিজেদের মাঠে লিগ পর্বের খেলায় ম্যানচেস্টার সিটির কাছে হেরে গেছে জাবি অ্যালোনসোর দল। ম্যানসিটির হয়ে নিকো ও রিলি ও আর্লিং হালান্ড গোল করেছেন। রিয়ালের হয়ে গোল করেন রদ্রিগো। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে।
তিনদিন আগে ঘরোয়া লিগে সেল্টা ভিগোর কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই হারে লিগ শিরোপা জয়ের দৌড়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। এবার চ্যাম্পিয়ন্স লিগে হার। সব মিলিয়ে রিয়ালের কোচ জাবি অ্যালোনসোর চাকরি যায় যায় অবস্থা। এবার হয়তো চাকরি বাঁচানোই কঠিন হবে।
তবে ম্যাচের শুরুটা মোটেও এমন ছিল না। বরং রদ্রিগোর গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিল। ২৮ মিনিটে গোলটি করেন তিনি। তবে এ গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। সাত মিনিট পরেই রিলি সমতায় ফেরান। আর বিরতির আগেই আলিং হালান্ড গোল করে ম্যানসিটিকে এগিয়ে নিয়ে যান। পেনাল্টি থেকে গোল করেন হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে এটা ছিল তার ৫০তম ম্যাচে ৫১তম গোল।
রিয়াল মাদ্রিদ অবশ্য গোল ফিরিয়ে দেওয়ার একাধিক সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি। ম্যাচে কিলিয়ান এমবাপ্পের অভাবটা তাদের কাছে প্রকট হয়ে দাঁড়িয়েছিল। ইনজুরির কারণে এ ম্যাচে তাকে বেঞ্চে থাকতে হয়েছে।
ম্যানসিটির জন্য এটা দারুণ এক জয়। রিয়ালকে হারিয়ে তার শীর্ষ চারে উঠে এসেছে। ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩। রিয়াল মাদ্রিদের ১২। সব ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। তারপরেই রয়েছে বার্য়ান মিউনিখ ও প্যারিস সেন্ত জার্মেই। এ দুটো দলের পয়েন্ট যথাক্রমে ১৫ ও ১৩।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















