পিএসএলে অভিষেকেই নজর কেড়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে মাত্র ৭ ম্যাচেই তুলে নিয়েছেন ১৩ উইকেট। যদিও টুর্নামেন্টের শুরুতে লাগাতার পারফর্ম করলেও মাঝপথে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনায় লিগ স্থগিত হওয়ায় ছন্দে ছেদ পড়ে। ফিরে গিয়ে খেলেছেন মাত্র দুটি ম্যাচ।
প্রথম তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন রিশাদ। পরে আরেকটি ম্যাচে ৩ উইকেট নিয়ে দলের ফাইনাল নিশ্চিত করেন। সব মিলিয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে এবারের পিএসএল শেষ করেছেন। তবে এই পারফরম্যান্স তাকে নিয়ে গেছে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ তালিকায়।
বাংলাদেশিদের মধ্যে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। ২০১১ সালের ভাইটালিটি ব্লাস্টে ওরচেস্টারশায়ারের হয়ে সাকিব নিয়েছিলেন ১৯ উইকেট। এরপর ২০১৬ আইপিএলে মুস্তাফিজুর রহমান প্রথম মৌসুমেই ১৭ উইকেট নিয়ে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। রিশাদ এখন তাদের পরেই।
শুধু তাই নয়, এবারের পিএসএলে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি আছেন ১০ম স্থানে, যেখানে তার চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছেন অন্যরা। ২০ ওভারের বেশি বোলিং করা বোলারদের মধ্যে গড় বিবেচনায় তিনি আছেন পঞ্চম স্থানে।
রিশাদের জন্য এটা শুধুই শুরু। তরুণ এ লেগ স্পিনারের চোখ এখন জাতীয় দলের সাফল্যে। পিএসএলের এই আত্মবিশ্বাস কতটা তিনি আন্তর্জাতিক ক্রিকেটে টেনে আনতে পারেন, সেটাই দেখার বিষয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















