রেকর্ড গড়া বোলিংয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ রিশাদের

রেকর্ড গড়া বোলিংয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ রিশাদের

Bangladesh's Rishad Hossain celebrates with his teammate Mushfiqur Rahim (L) after taking the wicket of Sri Lanka's captain Kusal Mendis during the third and last one-day international (ODI) cricket match between Bangladesh and Sri Lanka at the Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on March 18, 2024. (Photo by MUNIR UZ ZAMAN / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ হোসেনের রেকর্ড গড়া বোলিংয়ের ছাপ পড়েছে আইসিসিরি র‍্যাঙ্কিংয়ে। বোলারদের র‌্যাঙ্কিংয়ের তালিকায় ৬৫ ধাপ এগিয়েছেন এই লেগ স্পিনার। সঙ্গে ব্যাট হাতে শেষ দিকে ঝড় তুলে অলরাউন্ডারদের তালিকাতেও দিয়েছেন আরও লম্বা লাফ। বুধবার ঘোষিত র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে ৮৭ ধাপ এগিয়েছেন রিশাদ।

এছাড়া ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে ৬৫তম স্থানে আছেন রিশাদ। অলরাউন্ডারদের মধ্যে তার অবস্থান ৩৭তম। বোলার ও অলরাউন্ডার দুই তালিকায়ই বাংলাদেশের সবার ওপরে মেহেদী হাসান মিরাজ। বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে তিনি। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আছেন চতুর্থ স্থানে।

মিরপুরে গত শনিবার ক্যারিবিয়ানদের ৭৪ রানে হারানোর ম্যাচে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে গড়েন ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। স্পিন বোলিংয়ে ৬ উইকেট আগে ছিল না এদেশের কোনো স্পিনারের। ওই ম্যাচেই আট নম্বরে নেমে দুটি ছক্কা ও একটি চারে ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন রিশাদ।

দ্বিতীয় ম্যাচে ৯ নম্বরে নেমে তিনটি করে ছক্কা-চারে খেলেন ১৪ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস। পরে বল হাতে ফের আলো ছড়ান রিশাদ। ৪২ রান খরচায় ধরেন তিন শিকার। ম্যাচটি টাই হলে, সুপার ওভারে জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে ১০ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে এক উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে ৩৮ রান খরচ করে পাননি কোনো উইকেট। আর ব্যাট হাতে দুই ম্যাচে করেন যথাক্রমে ১৭ ও অপরাজিত ৩২ রান। ওয়ানডে বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের রাশিদ খান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করে ৬ ধাপ এগিয়ে ঠিক ১০ নম্বরে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। তার সতীর্থ মিচেল স্টার্কের উন্নতি ৪ ধাপ, আছেন ২১তম স্থানে।

আর অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় ভারতের শুবমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫১ ও দ্বিতীয়টিতে ১২ রান করে ব্যাটসম্যানদের তালিকায় ৭ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে তিনি, আছেন ৩৫ নম্বরে।

মিরাজের উন্নতি দুই ধাপ, অবস্থান ৬৩তম। দুই ম্যাচে ৪ ও ৪৫ রান করা সৌম্য সরকার এগিয়েছেন পাঁচ ধাপ। বাংলাদেশ ওপেনার আছেন ৮৬তম স্থানে। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার লাহোর টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এই সপ্তাহের হালনাগাদে। এই সংস্করণের ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৬তম স্থানে মোহাম্মদ রিজওয়ান। ৮ ধাপ উন্নতি করে ৩০ নম্বরে সালমান আলি আগা।

আর বোলারদের মধ্যে সবার ওপরে জাসপ্রিত বুমরাহ। ৪ ধাপ এগিয়ে ভারতীয় অভিজ্ঞ পেসারের কাছে পৌঁছে গেছেন পাকিস্তানের নোমান আলি। লাহোরে ১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা দুইয়ে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার। বুমরাহর (৮৮২) সঙ্গে নোমানের (৮৫৩) রেটিং পয়েন্টের ব্যবধান ২৯। দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ৫ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামির উন্নতি ৩৮ ধাপ। বাঁহাতি স্পিনার আছেন ৫৫তম স্থানে। টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের রাভিন্দ্রা জাদেজা।

Exit mobile version