ফুটবল মাঠে রেফারিদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিচ্ছে ইতালি। নতুন আইনি সংশোধনীতে বলা হয়েছে, যেকোনো ধরণের হেনস্তা বা আক্রমণের ঘটনায় অভিযুক্তকে কারাদণ্ড দেওয়া হবে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এমনকি দর্শকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
বিবিসি জানিয়েছে, ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের মতো ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তার আওতায় এনে পেনাল কোডে সংশোধনের কাজ শুরু করেছে দেশটি। এতে বলা হয়েছে, রেফারিদের মৌখিক বা শারীরিকভাবে আক্রমণ করলে দোষীদের জেলসহ কঠোর শাস্তি দেওয়া হবে।
ইতালির জুনিয়র জাস্টিস মিনিস্টার আন্দ্রেয়া ওস্টেলারি জানান, “খেলার মানে কেবল জয়-পরাজয় নয়, বরং সম্মান ও শৃঙ্খলা। রেফারিদের প্রতি যে কোনো ধরনের আগ্রাসন এখন থেকে অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং তার যথাযথ শাস্তি দেওয়া হবে।”
গত বছর ডিসেম্বরে ইতালিয়ান সকার রেফারিজ অ্যাসোসিয়েশনের (আইএসআরএ) সঙ্গে সরকারের এক আলোচনায় এসব সমস্যা তুলে ধরা হয়। সিরি–আ’র অনেক ম্যাচেই রেফারিদের হেনস্তার ঘটনা সামনে এসেছে। এমনকি প্রতিবাদ জানাতে রেফারিরা চোখের নিচে কালো দাগ দিয়ে ম্যাচ পরিচালনা করেন।
একটি আলোচিত ঘটনায়, সিসিলির একটি যুব ম্যাচে ১৯ বছর বয়সী রেফারি দিয়েগো আলফঞ্জেত্তি হামলার শিকার হন। পরে তাকে সম্মান জানিয়ে সিরি–আ ম্যাচে আমন্ত্রণ জানানো হয় এবং অন্য রেফারিরাও তার সঙ্গে সংহতি প্রকাশ করেন।
এই আইন কার্যকর হলে রেফারির প্রতি আগ্রাসী আচরণ দমন করা সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















