ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্ট ক্রিকেটের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
টেস্টের সাবেক অধিনায়ক দিমুথ করুনারত্নের বদলে সাদা জার্সিতে শ্রীলঙ্কার নতুন দলপতি ধনাঞ্জয়া ডি সিলভা। তাঁর অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কমিটির চেয়ারম্যান উপুল থারাঙ্গা। ডি সিলভা শ্রীলঙ্কার ১৮তম টেস্ট অধিনায়ক।
সাদা বলের ক্রিকেটে লঙ্কানদের সদ্য সাবেক অধিনায়ক করুনারত্নে শ্রীলঙ্কা দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব নেন ২০১৯ সালে। দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কাকে ৩০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কা দল ১২টি জয়ের পাশাপাশি হেরেছে সমান ১২ ম্যাচে। ড্র করেছে বাকী ছয়টি ম্যাচে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এশিয়ার প্রথম এবং বিশ্বের তৃতীয় দল হিসেবে ২০১৯ সালে টেস্ট সিরিজ জিতেছিলো লঙ্কানরা। অধিনায়ক হিসেবে করুনারত্নের ব্যাটিং গড়টাও দারুণ-৪৯.৮৬। যেখানে তাঁর ক্যারিয়ার গড় ৪০.৯৩।
তবে নতুন নেতৃত্বে আসা ডি সিলভা গত কয়েকবছরে শ্রীলঙ্কার জার্সিতে দুর্দান্ত ছন্দে ছিলেন। লঙ্কানদের হয়ে ৫১টি টেস্ট ম্যাচ খেলে ১০টি শতকের পাশাপাশি ১৩টি অর্ধশতক করেছেন তিনি। জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি।
গতকাল ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করেছে এসএলসি। সেই দলটিতে অবশ্য জায়গা পাননি লঙ্কানদের নতুন টেস্ট অধিনায়ক। বাদ পড়েছেন বিশ্বকাপে খেলা আরো আট জন ক্রিকেটার। তাঁরা হলেন- কুশল পেরেরা, কাসুন রাজিতা, দিমুথ করুনারত্নে, দুশান হেমন্ত, অ্যাঞ্জেলো ম্যাথুস, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা ও লাহিরু কুমারা।
গত সপ্তাহেই শ্রীলঙ্কার নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করা হয়েছিলো কুশল মেন্ডিসকে। অন্যদিকে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট অর্থাৎ টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চারিত আসালাঙ্কা এই দুই সংস্করণের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















