লর্ডস টেস্টে পঞ্চম দিনের প্রথম সেশনে ম্যাচের রং পুরোপুরি বদলে দিয়েছে ইংল্যান্ড। ১৩৫ রান দূরে থেকে দিন শুরু করা ভারত সেশনের শুরুতেই একের পর এক ধাক্কা খায়। দিনের শুরুতেই ঋষভ পান্থকে আউট করেন জোফরা আর্চার। মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর অল্প সময়ের ব্যবধানে আউট হয়ে যান সেট ব্যাটার কেএল রাহুল (৩৫), যিনি স্টোকসের লেগ বিফোরের শিকার হন।
পরিস্থিতি আরও কঠিন করে তোলেন আর্চার, যিনি নিজের পরের ওভারেই তুলে নেন ওয়াশিংটন সুন্দরের উইকেট। মাত্র ২ রানের মধ্যে ভারতের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে গেলে একসময় মনে হচ্ছিল ভারতের হার শুধু সময়ের অপেক্ষা।
এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন রবীন্দ্র জাদেজা ও নীতিশ কুমার রেড্ডি। ধীরগতির হলেও তারা স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন। তবে লাঞ্চের ঠিক আগমুহূর্তে সেই জুটি ভেঙে দেন ক্রিস ওকস। রেড্ডি ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন, ভারতের স্কোর দাঁড়ায় ১১২/৮। জাদেজা ব্যাটিং করছে ১৭ রানে।
লাঞ্চে ভারতের প্রয়োজন দাঁড়িয়েছে আরও ৮১ রান, হাতে রয়েছে মাত্র দুই উইকেট। অন্যদিকে ইংল্যান্ড সিরিজে সমতা ফেরাতে অপেক্ষা করছে শেষ দুটি উইকেটের জন্য। উইকেটের আচরণ আর ইংলিশ পেসারদের আগুনে বোলিংয়ে ভারতের কাজ যেন পাহাড়সম। লাঞ্চের পরের সেশনেই নির্ধারিত হয়ে যেতে পারে লর্ডসের রোমাঞ্চকর এই টেস্টের ভাগ্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














