শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ ওপেনার এনামুল হক বিজয়। হতাশার ধারাবাহিকতা ধরে রেখে ফের ব্যর্থ তিনি। এরপর বাজে শটে বিদায় মুমিনুল হকের। তাতে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনটা ভালো যায়নি বাংলাদেশের।
লাঞ্চ বিরতিতে ২ উইকেটে ৭১ রান করে বাংলাদেশ। তবে লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে ফিরে গেছেন অধিনায়ক শান্ত। দলীয় ৭৪ রানের মাথায় ব্যক্তিগত ৮ রানে ফিরে যান। সাদমান ইসলাম ৪৫ ও মুশফিক ০ রানে ব্যাট করছেন।
এর আগে বুধবার কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক শান্ত। গল টেস্টের ধারাবাহিকতা বজায় রেখে এদিনও প্রথম ইনিংসে খালি হাতে বিদায় নিয়েছেন এনামুল হক বিজয়।
অথচ আসিথা ফার্নান্দোর বলে ইনিংসেরে শুরুতেই কুসাল মেন্ডিসের হাতে জীবন পেয়েছিলেন এই ওপেনার। তবে পরের ওভারে লঙ্কান পেসারের অফ স্টাম্পের বাইরের খেলতে গিয়ে স্টাম্পে টেনে এনে বোল্ড হয়ে যান এই ওপেনার। ১০ বল খেলে কোনো রান নিতে পারেননি বিজয়।
বিজয়ের বিদায়ের পর মুমিনুল হককে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছিলেন সাদমান ইসলাম। ৩৮ রানের জুটি গড়ে ভালো কিছুর আভাস দিচ্ছিলেন। কিন্তু আরও একবার সেট হয়ে হতাশ করেন মুমিনুল। বল হাতে নিয়ে তাকে ফেরান ধনাঞ্জয়া ডি সিলভা। পবন রত্নায়েকের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মুমিনুল। ৩৯ বলে তিনটি চারে ২১ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর এক প্রান্ত আগলে রেখেছেন সাদমান। আগের টেস্টে জোড়া সেঞ্চুরি করা শান্তকে নিয়ে বাকি সময় ভালোভাবেই কাটিয়ে দেন। এই জুটি ছাড়িয়েছে ২৪ রানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















