লাল কার্ড সত্ত্বেও বার্সেলোনার জয়

জয়ের পর বার্সেলোনার খেলোয়াড়রা

লা লিগায় সোমবার স্বস্তির এক জয় পেয়েছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। এ জয়ের ফলে বার্সেলোনা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের আরো কাছে চলে এসেছে।

সেভিয়ার বিপক্ষে জয়ে রবার্ট লেফানদোভস্কি, ফেরমিন লোপেজ, রাফিনহা ও এরিক গার্সিয়া গোল করেছেন। সেভিয়ার হয়ে ব্যবধান কমান রুবেন ভারগাস। এমন স্বস্তির জয়ে বার্সেলোনা শিবিরে একটা কাটাও ফুটেছে। লাল কার্ডের কাটা। ফেরমিন লোপেজ ৬২ মিনিটে লাল কার্ড দেখেন।

এ জয়ের ফলে ২৩ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৯।

সেভিয়া ও বার্সেলোনার মধ্যেকার ম্যাচটি দারুণ উত্তেজনায় শুরু হয়েছিল। মাত্র আট মিনিটের মধ্যে উভয় দল একটি করে গোল পেয়েছিল। বার্সেলোনা সপ্তম মিনিটের গোলে এগিয়ে যাওয়ার পরের মিনিটেই সেভিয়া গোল পরিশোধ করে। ১-১ গোল নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আরও তিন গোল করে জয় নিশ্চিত করে।

Exit mobile version