যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে আগামী ২ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা জোরেশোরেই নিচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তান। নিজেদের মধ্যে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরষ্পরের মুখোমুখি হচ্ছে তারা। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় লিডসের হেডিংলিতে শুরু হবে দুই দলের প্রথম ম্যাচ।
২০২২ সালে অনুষ্ঠিত গত আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করে ইংল্যান্ড। ১৩ নভেম্বর অনুষ্ঠিত ওই ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে এক ওভার ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড।
২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তান দলের অধিনায়কত্ব হারিয়েছিলেন বাবর আজম। অবশ্য বাবরকে আবারও `শর্টার ভার্সনে’ অধিনায়কত্ব ফিরিয়ে দেয়া হয়েছে। স্বাভাবিকভাবে অধিনায়ত্ব নিয়ে পাকিস্তান দলে যে ধরনের দ্বন্দ্বের খবর পাওয়া যায় এবার সে ধরনের পরিস্থিতি তৈরি হয়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















