শমিত সোমের কণ্ঠে হতাশা

ক্যাভালরি এফসির জার্সিতে শমিত সোম।

কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে আরেকবার হতাশার গল্প লিখলো শমিত সোমের ক্যাভালরি এফসি। মঙ্গলবার রাতে এটিসিও ফিল্ডে ভ্যাঙ্কুভার এফসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো ক্যালগেরির ক্লাবটি।

৯০ মিনিট শেষে দুই দলই ছিল ১-১ গোলে সমানে সমান। ফলে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ভাগ্য মুখ ফিরিয়ে নেয় কাভালরির দিক থেকে। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে দলের মিডফিল্ডার শমিত সোম বলেন, “অবশ্যই আমরা হতাশ। আমরা সবাই একসাথে চেষ্টা করেছি সেমিফাইনালে ওঠার জন্য। অনেকদিন পর এটা ছিল আমাদের দারুণ একটা সুযোগ, কিন্তু শেষ পর্যন্ত তা পারিনি।”

টানা তিনবার কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে পেনাল্টিতে হারের অভিজ্ঞতা হলো ক্যাভালরির। ক্লাব কোচ টমি হুইলডন জুনিয়র বলেন, “আগেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি। এখন আমাদের দৃষ্টি রাখতে হবে পরবর্তী ম্যাচের দিকে। কাকতালীয়ভাবে সেটিও ভ্যাঙ্কুভারের বিপক্ষেই।”

এই জয়ের ফলে ভ্যাঙ্কুভার এফসি সেমিফাইনালে পা রাখলো। শমিত শোমরা এখন নজর দেবেন সিপিএলের পরবর্তী ম্যাচে, যেখানে প্রতিপক্ষ আবারও ভ্যাঙ্কুভার এফসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায়।

Exit mobile version