বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে ‘শান্তি পুরস্কার’। ফুটবলের ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এই পুরস্কার প্রদান করা হবে প্রতিবছর।
বুধবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামে বিষয়টি ঘোষণা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিসহ আরও অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব।
ঘোষণার খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি, সূত্র হিসেবে জানিয়েছে ব্যাংকক পোস্ট।
ইনফান্তিনো অনুষ্ঠানে বলেন, ‘ফুটবল মানে শান্তি। ফিফা শান্তি পুরস্কার সেই সব মানুষকে স্বীকৃতি দেবে, যারা ফুটবলের মাধ্যমে মানুষকে একত্র করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা তৈরি করে।’
ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে, এই পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠতে পারে। কেনেডি ওভালে ট্রাম্পের উপস্থিত থাকার সম্ভাবনাও প্রবল। এর আগেও ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে বেশ কয়েকবার তাকে দেখা গেছে, এমনকি গত আগস্টে তারা একসঙ্গে ওভাল অফিস থেকে বিশ্বকাপ ড্রয়ের তারিখও ঘোষণা করেছিলেন।
সম্প্রতি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ভূমিকা রাখার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। তবে গত মাসে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল দিয়েছে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে।
সে কারণে নোবেল না পেলেও, ফিফার নতুন শান্তি পুরস্কার ঘোষণায় আবারও আশার আলো দেখছেন ট্রাম্পের সমর্থকেরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















