বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আসন্ন আসরের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ড্রাফটের আগেই। দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, তারা ইতোমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে কৌশলগত কারণে এখনই সেই ক্রিকেটারদের নাম প্রকাশে অনিচ্ছুক দলটি।
মিজানুর রহমান বলেন, “আমরা ছয়জন আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। কিন্তু, এখনই নাম বলবো না। কারণ নাম জানালে অন্যান্য দল, বিশেষ করে কুমিল্লা ও রংপুর, অতিরিক্ত অর্থ দিয়ে সেই খেলোয়াড়দের দলে টানার চেষ্টা করতে পারে। এমনটা হলে আমাদের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।”
গত মৌসুমে বরিশালের হয়ে খেলেছেন বিশ্বক্রিকেটের তারকা শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফ। এবারও বরিশাল তাদের স্কোয়াডকে শক্তিশালী রাখতেই আগেভাগে পরিকল্পনা করছে বলে জানা গেছে।
এদিকে, দলটির হয়ে আগের আসরে থাকা জিমি নিশাম ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে দলের সঙ্গে থেকে পুরো আসর উপভোগ করেছেন। মিজান বলেন, “নিশামকে খুলনার বিপক্ষে খেলানো হতে পারত, কিন্তু চট্টগ্রামের বিপক্ষে কম্বিনেশন অনুযায়ী জায়গা হয়নি। তবুও, তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন।”
সব মিলিয়ে ফরচুন বরিশাল তাদের শিরোপা ধরে রাখতে শুরুতেই শক্ত অবস্থান নিয়েছে। এবারও চমক থাকছে বলেই ধারণা করা হচ্ছে।
