টেস্ট-ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি! কোনো ফরম্যাটেই স্বস্তিতে নেই টাইগারদের। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানে বড় জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন শামীম হোসেন পাটোয়ারী।
এ সময় শামীম বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা উইন করেছি, ১-১ হয়েছে। ফিল্ডিংটা অনেক জরুরি আমাদের জন্য। এটা আসলে বেশি খুশি হওয়ার কিছু নেই। প্রতিদিনই এটা আমার জব।’
সিরিজ জেতার বিষয়ে তিনি বলেন,‘ওয়ানডে সিরিজে আমরা হেরে গেছি। টি-টোয়েন্টিতে এখন ১-১ আছে। সিরিজ জেতার সুযোগ আছে আমাদের। আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারব ইনশাল্লাহ। জেতার আত্মবিশ্বাস সবসময় থাকে। জিততে পেরেছি এটা ভালো লাগছে।’
এছাড়া নিজের ব্যাটিং নিয়ে শামীম বলেন, ‘আমি ব্যাটিংয়ে গেলে সবসময় আমার প্ল্যান থাকে ইতিবাচক থাকার। রিস্ক নিতেই হবে কারও না কারও। তো আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে রিস্কটা নিয়ে ফেলি। এবিডির (এবি ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি সবসময়। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এই টি-টোয়েন্টি খেলাটাই এমন, যত বেশি ইতিবাচক থাকব আমি মনে করে তত ভালো।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














