শেষমেষ কোথায় ঠিক হলো এবছরের এশিয়া কাপের ভেন্যু?

দীর্ঘ অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর আয়োজক দেশ ও ভেন্যু। চলতি বছরের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দুই শহর—দুবাই ও আবুধাবিতে। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের আসরে অংশ নেবে মোট আটটি দল: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। র‍্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় টুর্নামেন্টের ফেবারিট ধরা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে।

২০২৩ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত শর্মার দল। সেই ম্যাচে মোহাম্মদ সিরাজ ৬ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। তবে ওই আসর ছিল ৫০ ওভারের, আর এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি হবে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ।

ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে শুরুতে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিসিসিআই নিশ্চিত করেছে যে তারা দল পাঠাবে। ফলে ভারতের অংশগ্রহণে টুর্নামেন্টের আকর্ষণ বহুগুণে বেড়ে গেছে, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে থাকছে চরম উত্তেজনা।

সংযুক্ত আরব আমিরাত এর আগেও একাধিকবার ভারত-পাকিস্তান দ্বৈরথ আয়োজন করেছে। এবারও নিরপেক্ষ ভেন্যু হিসেবে তাদের আধুনিক স্টেডিয়াম ও উন্নত লজিস্টিক সুবিধা আয়োজকদের আশা জোগাচ্ছে সফল এক আসরের।

এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক সূচি ঘোষণার। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন—২০২৫ সালের এশিয়া কাপ স্মরণীয় হয়ে থাকবে মাঠের পারফরম্যান্সে, বিতর্কে নয়।

Exit mobile version