শেষ আটে বসুন্ধরা কিংস

স্বাধীনতা কাপ ফুটবলে ‘ডি’-গ্রুপে মঙ্গলবার মাঠে নামেনি বসুন্ধরা কিংস। মাঠে না নামলেও কোয়ার্টার ফাইনালে কিংসের খেলা নিশ্চিত হয়ে গেছে। মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত গ্রুপের অন্য দুই দল চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ নৌ বাহিনীর ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় গ্রুপ থেকে এই দুই দলের একটিকে বিদায় নিতে হবে।

গত ২৮ অক্টোবর, শনিবার প্রথম ম্যাচে নৌ বাহিনীকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। আর ওই ম্যাচে হেরে যাওয়া নৌ বাহিনী দ্বিতীয় ম্যাচে ড্র করায় তাদের সংগ্রহ এখন এক পয়েন্ট। ফলে চট্টগ্রাম আবাহনী পরের ম্যাচে বসুন্ধরার সাথে ড্র করতে পারলে ‘ডি’- গ্রুপ থেকে দুই পয়েন্ট নিয়ে তারাও শেষ আটের টিকিট পাবে। কিন্তু কিংসের কাছে তারা যদি দুই গোলের ব্যবধানে হেরে যায় তবে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে নৌ বাহিনী।

বসুন্ধরা কিংসের মাঠে কিংস অ্যারেনায়, ম্যাচের ১২ মিনিটে সেলিমের গোলে নৌবাহিনী লিড নিয়েছিলো। ৭৪ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের বাকিটা সময় কোন দলই আর গোল পায়নি। ফলে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রামের দলটি। এই ম্যাচে হারলে তাদের শেষ আটে খেলার সম্ভাবনা শেষ হয়ে যেতো। কেননা বসুন্ধরা কিংসের বিপক্ষে জয় পাওয়ার মতো অবস্থায় নেই চট্টগ্রাম আবাহনী।

এদিকে, বুধবার স্বাধীনতা কাপ ফুটবলের কোনো খেলা নেই। একদিনের বিরতি দিয়ে বৃহস্পতিবার ‘এ’-গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

Exit mobile version