শেষ টেস্ট খেলতে কলম্বো পৌঁছেছে বাংলাদেশ দল, ফিরছেন মিরাজ

গল টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ড্র ফল নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। রোববার সকালে গল ত্যাগ করে কলম্বো পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন।

কলম্বো পৌঁছে খেলোয়াড়দের মধ্যে দেখা গেছে বিশ্রাম ও বিনোদনের ছাপ। অনেকে ব্যক্তিগতভাবে ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন স্থান, কারও সঙ্গে রয়েছে পরিবারের সদস্যরাও। আজ ছুটি কাটিয়ে আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন। দুই দিন প্রস্তুতির পর মাঠে নামবে দুই দল।

গল টেস্টে বড় সংগ্রহ গড়েও জয় ছিনিয়ে আনতে পারেনি কোনো দল। তবে ব্যাটিং পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টে দলে যোগ দিচ্ছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যিনি চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন অধিনায়ক শান্ত।

কলম্বোর কন্ডিশন নিয়ে শান্ত বলেন, “গল টেস্ট আমাদের আত্মবিশ্বাস দেবে। মিরাজ এখন সম্পূর্ণ ফিট। আশা করছি ও পরের ম্যাচে খেলতে পারবে। কলম্বোতে খেলার অভিজ্ঞতা আমাদের অনেকেরই নেই। মুশফিক ভাই ছাড়া আর কেউ ওই ভেন্যুতে খেলেনি। তাই পরিস্থিতি বুঝে কম্বিনেশন সাজানো হবে।”

শেষ টেস্টে জয় নিয়ে সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ দল। নতুন ভেন্যু, ভিন্ন কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুত টাইগাররা, সেই সঙ্গে মিরাজের ফেরাও বাড়াবে দলের ভারসাম্য।

Exit mobile version