শেষ মুহুর্তের গোলে জয় ইন্টার মিলানের

ক্লাব বিশ্ব কাপ

গোলের পর লাউতারো মার্টিনেজ

ক্লাব বিশ্ব কাপে নাটকীয় এক জয় পেয়েছে ইন্টার মিলান। জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে তারা ২-১ গোলে হারিয়েছে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া ইন্টার মিলানকে জয়সূচক গোল পেতে ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

লাউতারো মার্টিনেজ ও ভ্যালেনটিন কার্বোনি ইন্টার মিলানের হয়ে গোল করেন। উরাওয়া ডায়মন্ডের হয়ে গোল করেন রায়োমা ওয়াতানবে।

এ ম্যাচে জয়ের ফলে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে ইন্টার মিলান পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে জাপানি ক্লাবটির এটি ছিল দুই ম্যাচে দ্বিতীয় হার। টানা দুই হারের ফলে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

ম্যাচে ইন্টার মিলানের একচ্ছত্র আধিপত্য ছিল। কিন্তু গোলের দেখা পাওয়াটা কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে লাউতারো মার্টিনেজের চমৎকার গোলে ইন্টার মিলান লড়াইয়ে ফিরে আসে। নিকোলো বারেলার কর্নার কিক থেকে উড়ে আসা বলে দারুণ এক বাই সাইকেল কিকে লাউতারো মার্টিনেজ বল জালে জড়িয়ে দেন।

এর আগে ম্যাচের একাদশ মিনিটে ইন্টার মিলান সমর্থকদের চমকে দেন ওয়াতানবে। তাকুরো কানেকোর কাছ পাওয়া বলে ইন্টার মিলানের বক্সের ভেতর থেকে গোলরক্ষককে পরাভূত করেন তিনি।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ইন্টার মিলানের সমর্থকদের মুখে হাসি ফোটান কার্বোনি। বদলি খেলোয়াড় ফ্রান্সেসকো এস্পোসিতো ছিলেন এ গোলের রূপকার।

Exit mobile version