পয়েন্ট হারিয়ে চলেছে বার্সেলোনা। শনিবার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে সাবেক চ্যাম্পিয়নরা। ১-১ গোলে ড্র করেছে জাভির দল।
অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরাটা বার্সেলোনার জন্য ভাগ্যেরই ব্যাপার বলা যায়। পিছিয়ে পড়া ম্যাচে শেষ মূহুর্তে আত্মঘাতি গোলের সুবাদে তারা সমতা ফেরায়। বিরতির কয়েক মিনিট আগে উনাই লোপেজের গোলে রায়ো ভায়েকানো ম্যাচে এগিয়ে গিয়েছিল। আর ৮২ মিনিটে ফ্লোরিয়ান লেজিউনের আত্মঘাতি গোলের সুবাদে হার থেকে রক্ষা পায় তারা।
ম্যাচে অবশ্য বার্সেলোনা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারেনি। নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান এবং গাভি ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। ফলে আগের ম্যাচ থেকে ছয়টি পরিবর্তন নিয়ে কোচ জাভি এ ম্যাচের দল সাজিয়েছিলেন। তারপরও দলকে এক পয়েন্ট নিতে যথেষ্ঠ লড়াই করতে হয়েছে।
রায়ো ভায়েকানো দারুণভাবে ম্যাচ শুরু করেছিল। তারই ধারাবাহিকতায় ৩৯ মিনিটে তারা গোল আদায় করে নেয়। পয়েন্ট হারানোর হাত থেকে রক্ষা পেতে বার্সেলোনার গোল করা ছাড়া উপায় ছিল না। কাঙ্খিত সেই গোল তারা করতে পারেনি, তবে পয়েন্টও হাতছাড়া হয়নি। রায়ো ভায়েকানোর রক্ষণভাগের লেজিউনের ভুলে গোল পেয়ে যায় বার্সেলোনা। লেজিউন একটা ক্রস ফেরাতে ব্যর্থ হন। বল তার পায়ে লেগে নিজেদের জালে জড়িয়ে যায়।
ম্যাচ সেরা বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জং বলেন, আমরা এ ম্যাচে ভালো খেলতে পারিনি। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। আমরা একটা ভালো দল। আমাদের পরিকল্পনা ভালো ছিল। যাহোক আমাদের ধারাবাহিক হতে হবে। আমাদের ইনজুরির সম্ভাবনা ছিল। এখন অনেক সময় রয়েছে। আমাদের ফেরার সুযো রয়েছে।’
এ ম্যাচে পয়েন্ট হারানোর ফলে বার্সলোনা চতুর্থ স্থানে নেমে এসেছে। এটা তাদের চতুর্থ ড্র। ১৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩১। তাদের জিরোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। এ তিনটি দল ১৩টি করে ম্যাচ খেলেছে।
