শেষ ষোলোয় ক্লাব বিশ্বকাপ: মুখোমুখি বিশ্বের সেরা ১৬ দল

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়ে এসেছে এবং এখন শুরু হচ্ছে রাউন্ড অব সিক্সটিন। ৩২ দলের প্রতিযোগিতার এই অংশে জায়গা করে নিয়েছে বিশ্বের সেরা ১৬ দল—যেখানে ইতোমধ্যে কিছু চমক দেখে এসেছে ফুটবলবিশ্ব।

গ্রুপ পর্বে ব্রাজিলীয় ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর কাছে বড় আঘাত পেয়েছে পিএসজি ও চেলসি। তবে শেষ পর্যন্ত শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে এই দুই ইউরোপীয় জায়ান্ট। অন্যদিকে, অ্যাতলেটিকো মাদ্রিদ ও এফসি পোর্তো গ্রুপ পর্যায়ে বিদায় নিয়েছে।

শেষ ষোলোর লিস্টে জায়গা করে নিয়েছে পালমেইরাস, বোতাফোগো, পিএসজি, চেলসি, ফ্ল্যামেঙ্গো, ইন্টার ম্যায়ামি, ইন্টার মিলান, ফ্লুমিনেন্স, বেনফিকা, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, মন্টেরে, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, আল হিলাল।

নক‑আউট রাউন্ডের সূচি ও ভেন্যু:

Exit mobile version