জাতীয় শোক দিবস ও উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২২ জুলাই) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির সব ভেন্যুতে অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা।
এছাড়া সোমবারের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোদের জন্য আয়োজিত হবে বিশেষ দোয়া ও প্রার্থনা।
জাতীয় শোক দিবসে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করবেন দুই দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিসিয়ালরা। সবাই পরবেন কালো ব্যাজ।
বিসিবি জানিয়েছে, ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হবে না। নিহতদের প্রতি সম্মান জানাতে এই সিদ্ধান্ত।
এক বিবৃতিতে বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পুরো জাতির শোকের সময়ে সংহতি প্রকাশ করেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















