শ্রীলঙ্কাকে ১৭৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

১৫২ স্ট্রাইক রেটে ৫০ বলে ৭৬ রান করেন লিটন দাস।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুর ধাক্কা কাটিয়ে শেষ পর্যন্ত সম্মাণজনক স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম যথাক্রমে শূন্য ও ৫ রানে আউট হলেও পরে লিটন দাসের ৭৬, তাওহীদ হৃদয়ের ৩১ ও শামীম হোসেন পাটওয়ারির ৪৮ রানের সুবাদে ৭ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

ডাম্বুলায় সিরিজ বাঁচানোর ম্যাচে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন প্রথম ওভারের শেষ বলে ব্যক্তিগত শূন্য এবং দ্বিতীয় ওভারের শেষ বলে আরেক ওপেনার তানজিদ তামিম ব্যক্তিগত ৫ রান করে আউট হন। ইমন তুশারার বলে বোল্ড এবং তানজিদ তামিম ফার্নান্দোর বলে পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

দলীয় ৭ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া দলকে টেনে নিয়ে যান অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। ৬৯ রানের জুটি গড়ে হৃদয় আউট হন ৩১ রান করে। ২৫ বলের ইনিংসে হৃদয়ের ব্যাটে ছিলো দুটি চার ও একটি ছক্কার মার।

হৃদয়ের আউটের পর মেহেদী মিরাজ দলকে পুরোপুরি হতাশ করেন। দুই বলে এক রান করে আউট হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

মিরাজের আউটের পর লিটন দাসের সাথে যোগ দিয়ে শামীম পাটওয়ারি দলের প্রয়োজন মেটানো ব্যাটিং করেছেন। গড়েছেন ৭৭ রানের জুটি। লিটন ব্যক্তিগত ৭৬ রানে (৫০ বল) আউট হওয়ার পর জাকের আলী অনিক উইকেটে আসলেও স্ট্রাইক পাচ্ছিলেন না। এই সময় অনীককে অন্যপ্রান্তে রেখে মেরে খেলেছেন শামীম পাটওয়ারি।

২০তম ওভার জাকের আলী ও শামীম পাটওয়ারি উভয়ে রান আউটের শিকার হন। জাকের আলী ৩ ও শামীম পাটওয়ারি ২৭ বলে ৪৮ রান করেন। অলরাউন্ডার সাইফুদ্দিন দুই বলে ৬ রানে করলে ৭ উইকেট বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৭ রান।

Exit mobile version