শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি লড়াই। সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। টি-টোয়ন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০০% ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ।
টাইগার দলপতি লিটন বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায় আছে। আলাদা ফরম্যাট। সবাই জানি এই ফরম্যাটে কীভাবে খেলতে হয় সেটাই চেষ্টা করব।অবশ্যই চেষ্টা করব (ছন্দে ফেরার)। সহজ হবে না। তারা তাদের হোম কন্ডিশনে বেটার সাইড। আমরা চেষ্টা করব আমাদের ১০০% ক্রিকেট খেলার। বাকিটা দেখা যাক।’
এছাড়া লিটনের ভাষায়, ‘আমার মনে হয়েছে উইকেট খুব ভালো। দুই সাইডেই। পেসার স্পিনার সবাই সুবিধা পেয়েছে। ব্যাটিং যে ভালো করেছে সেও করতে পেরেছে। কালকে (আজ) এসে দেখে আমাদের চিন্তা ভাবনা করব।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















