টেস্ট সিরিজে হার দিয়ে সফর শুরু করলেও এবার ওয়ানডে ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ (বুধবার) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচ দিয়েই ওয়ানডে দলের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন মেহেদী হাসান মিরাজ।
তবে এই সিরিজ কেবল জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগও। বর্তমানে বাংলাদেশ ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে। সিরিজে মাত্র একটি জয়ই টাইগারদের তুলে দেবে নবম স্থানে, কারণ তখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমান (৭৭) রেটিং থাকলেও ভগ্নাংশে এগিয়ে থাকবে বাংলাদেশ।
এমনকি সিরিজে ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশ নবম স্থান ছাড়িয়ে যেতে পারবে না। কারণ হোয়াইটওয়াশের পর রেটিং বেড়ে দাঁড়াবে ৮৩, তবুও অবস্থান থাকবে নবমেই। কিন্তু যদি টাইগাররা হোয়াইটওয়াশ হয়, তাহলে রেটিং কমে হবে ৭৪, তাতেও অবস্থান বদলাবে না—তবে ফর্মে ভাটা স্পষ্ট হয়ে যাবে।
অন্যদিকে শ্রীলঙ্কার জন্যও এই সিরিজ গুরুত্বপূর্ণ। বর্তমানে তারা ১০৪ রেটিং নিয়ে চতুর্থ স্থানে থাকলেও বাংলাদেশ যদি তাদের কাছে একটি ম্যাচও জেতে, তাহলে শ্রীলঙ্কাকে নেমে যেতে হবে পঞ্চম স্থানে। সিরিজ হারালে তো আরও বড় ধস!
তাই র্যাঙ্কিং লড়াইয়ের এই ম্যাচ শুধু একটি জয় বা পরাজয়ের হিসাব নয়, বরং বিশ্ব ক্রিকেটে অবস্থান নির্ধারণেরও বড় সুযোগ। টাইগারদের সামনে তাই আজ শুধু জয় নয়, র্যাঙ্কিংয়ে আত্মবিশ্বাস ফেরানোরও ম্যাচ এটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














