শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় দিয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

বোলারদের কল্যাণে কাজটা আগেই সহজ করে রেখেছিলো দক্ষিণ আফ্রিকা। অবশ্য ব্যাটিংয়ে কিছুটা দেখেশুনেই খেললো তারা। শেষ পর্যন্ত ছয় উইকেটের আয়েশি জয় নিয়ে মাঠ ছাড়ে এইডেন মার্করামের দল। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার এক বলে ৭৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ২২ বল ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় প্রোটিয়া বাহিনী।

শ্রীলঙ্কার পক্ষে তিন ওভার দুই বলে ২২ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। একটি করে উইকেট পেয়েছেন নুয়ান তুষারা ও দাসুন শানাকা।

মাত্র ৭৮ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১০ রান ফেরেন ব্যক্তিগত চার রানে থাকা রিজা হেনড্রিকস। পরে দলীয় ২৩, ৫১ ও ৫৮ রানে একে একে বিদায় নেন এইডেন মার্করাম, কুইন্টন ডি কক ও ত্রিস্টান স্টাবস। চার উইকেট পরার পর ২২ রানের জুটিতে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন আইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে রীতিমতো উড়ে যায় শ্রীলঙ্কার ব্যাটাররা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে ৭৭ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

অ্যানরিচ নর্টজে চার ওভারে মাত্র ৭ রান দিয়ে চার উইকেট তুলে নেন। তার শিকার হয়েছেন কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া দু’টি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ। এছাড়া এক উইকেট পেয়েছেন অটনেল বার্টম্যান ও মার্কো জানসেন।

লঙ্কানদের চারজন ব্যাটার এদিন শূন্য রানে আউট হয়েছেন। মাত্র তিনজন ছুঁয়েছেন তিন অঙ্কের ঘর। সর্বোচ্চ ১৯ রান এসেছে ওপেনার ও অধিনায়ক কুশল মেন্ডিসের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন ম্যাথিউস।

Exit mobile version