শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়ে যা বললেন তানভীর

শ্রীলঙ্কার বিপক্ষে তানভীরের অভিষেক প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকে বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান করেছিল বাংলাদেশ।

এদিন দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। টাইগার স্পিনার তানভীর ইসলামের স্পিন জাদুতে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা। ১০ ওভারে ৩৯ রান দিয়ে সংগ্রহ করেন ৫ উইকেট।

ক্যাারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে এমন পারফর্মম্যান্স করার পর জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ভাসিয়েছেন প্রশংসায়। তানভীর বলেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, ইন শা আল্লাহ। ক্যাপ্টেন বিশ্বাস দিয়েছিল এই রান ডিফেন্ড করা সম্ভব। আমি প্রথমে যখন ২ ওভারে ২২ রান দেই, তখন ক্যাপ্টেন আমাকে বলে বোলাররাই মাইর খায়, তুই উইকেট নিবি।’

এছাড়া তিনি বলেন,‘পরে ক্যাপ্টেনকে আমি বলেছিলাম, আমি ওকে টাইট বোলিং করি। উনি বলেছেন, না তুই ওরে উইকেট নেওয়ার জন্য বল করবি। ক্যাপ্টেন আমাকে যে বিশ্বাস দিয়েছে, সেখান থেকে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি, সেজন্য আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে।’

Exit mobile version