এবারই প্রথম বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ জুনিয়র হকি দল। চ্যালেঞ্জার ট্রফি জিতে ফেরা দলকে বিমানবন্দরে জানানো হয়েছে উষ্ণ অভ্যর্থনা। ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাওয়া আমিরুল ইসলামকে ১৫ ডিসেম্বর সংবর্ধনা দেবে বাংলাদেশ হকি ফেডারেশন। দলকেও পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।
আজ সন্ধ্যা নামার সাথে সাথেই বাংলাদেশ জুনিয়র হকি দল ভারত থেকে দেশে পৌঁছে। চ্যালেঞ্জার ট্রফি জেতা দলকে বিমানবন্দরে গলায় ফুলের মালা পড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশ হকির ঐতিহাসিক সাফল্যে ফেডারেশনের বাইরে সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল, এহসান রানা, তারেক আদেলসহ আরো অনেকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন।
যুব বিশ্বকাপে আমিরুল ৫টি হ্যাটট্রিকসহ ১৮ গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অন্যতম বড় অর্জন। তাই আজ দেশে ফেরার পরই হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানকে প্রশ্ন ছোঁড়া হয়েছে সংবর্ধনার বিষয়ে। তিনি বলেছেন,‘আমিরুলকে ১৫ তারিখে একটা সংবর্ধনা দেওয়া হবে। ওখানে হয়ত পরিষ্কার ঘোষণা করা হবে।’

দলগতভাবেও বাংলাদেশ অনেক বড় সাফল্য পেয়েছে। তাই দলের সবাই পুরস্কার পাওয়ার দাবিদার। এ বিষয়ে রিয়াজুল বলেছেন,‘আমি ব্যক্তিগতভাবে অপেক্ষায় আছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমাদেরকে কী জানায় বা এনএসসি আমাদেরকে কী জানায়। যেহেতু এখন উপদেষ্টা (আসিফ মাহমুদের পদত্যাগ) মহোদয় নাই, তো উনার কাছে তো আর অ্যাপ্রোচ করতে পারি না, আমরা সচিব মহোদয়ের কাছে অ্যাপ্রোচ করব আরকি যে আপনি এগিয়ে আসেন, আমরাও কিছুটা এগিয়ে আসি।’
বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পর ঘরোয়া প্রতিযোগিতা নিয়মিতকরণ ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি উঠেছে ব্যাপকভাবে। এ নিয়ে রিয়াজুল বলেন,’আপনারা জানেন, আমরা প্রায় তিন মাস আগে একটা মিটিং করছিলাম ফার্স্ট ডিভিশন ক্লাবদেরকে ডেকে। এই ডিসেম্বর মাসেই আমরা একটা চিঠি দেব, আবার ফার্স্ট ডিভিশন, আমরা ফার্স্ট ডিভিশন কি দেবো যে আপনারা আসেন, মিটিং করি, আমরা ক্লাব লিগটা শুরু করে দিতে চাই।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















