সকালে ৩ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। মঙ্গলবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ৪৫ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের তিন ব্যাটার এনামুল বিজয়, সাদমান ইসলাম এবং মুমিনুল হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের ১ম দিনের প্রথম সেশনের ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮০ রান। ক্রিজে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৩ অপরাজিত ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৩ রানে।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই একটা বাউন্ডারি আদায় করে বাংলাদেশ। কিন্তু এরপর শুরুতেই আউত হয়েছেন এনামুল হক বিজয়। ১০ বলে শূন্য রান করে ফেরেন তিনি। স্লিপে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। এরপরের জুটি ছিল মুমিনুল হক এবং সাদমান ইসলামের। সেখানে বাংলাদেশ পেয়েছে ৩৪ রান।

দলীয় ৩৯ রানে অভিষিক্ত বোলার থারিন্দুর অফ স্টাম্পে করা বলের সুইংয়ে বিভ্রান্ত হন সাদমান। একবার স্লিপে ক্যাচ। এর ঠিক ৮ বল পর মুমিনুলও ফেলেন স্লিপ অঞ্চলে ক্যাচ দিয়ে। এবারেও উইকেট শিকারী অভিষিক্ত থারিন্দু। ১৫তম ওভারের শেষ বলে সাদমানকে আউট করেন থারিন্দু রত্নায়েকে। মাঝে এক ওভার পর ১৭তম ওভারে প্রথম বলেই আবার পেলেন উইকেটের দেখা।

Exit mobile version