আগামী আগস্টে বাংলাদেশে নির্ধারিত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ স্থগিত করেছে ভারত। বিসিসিআই জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সফর ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে শুধু সিরিজ স্থগিত করেই থেমে থাকেনি ভারত। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আসন্ন সভার ভেন্যু নিয়েও আপত্তি তুলেছে তারা।
চলতি মাসের ২৪ জুলাই ঢাকায় এসিসির বৈঠক হওয়ার কথা থাকলেও বিসিসিআই চাইছে ভেন্যু পরিবর্তন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। অন্যথায়, সভা থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে ভারত।
এই গুরুত্বপূর্ণ সভায় আসন্ন এশিয়া কাপের সূচি ও আয়োজক দেশ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর এবং ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপকে ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে এসিসি।
বাংলাদেশ সফর বাতিলের পর ভারতকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তারা একই সময়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায়। শুধু শ্রীলঙ্কা নয়, আরও একটি বোর্ড ভারতকে স্বাগত জানিয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, “আমরা বিকল্প নিয়ে ভাবছি। বেশ কয়েকটি বোর্ড থেকে প্রস্তাব এসেছে যাদের তখন আন্তর্জাতিক সূচি খালি রয়েছে।”
ভারতের এমন অবস্থান ক্রিকেট কূটনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, এসিসি সভা ঢাকায় হয় কিনা, নাকি অন্যত্র সরিয়ে নিতে হয়।
