দলের হতাশাজনক সিপিএল ২০২৪ অভিযান নিয়ে খোলামেলা কথা বলেছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। টুর্নামেন্টে একটিমাত্র ম্যাচ জয়ের পর টানা নয়টি ম্যাচ হেরে তারা এবারের আসর শেষ করেছে।
ফ্লেচার জানিয়েছেন, মাঠে বাজে ফিল্ডিংয়ের কারণে তাদের বহু ম্যাচ হাতছাড়া হয়েছে। শুধুমাত্র রবিবারের ম্যাচেই তারা নিকোলাস পুরানের চারটি ক্যাচ মিস করেন, যার ফলে পুরান অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে ট্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯৪ রানের লক্ষ্যে পৌঁছে দেন।
ফ্লেচার জানান, টুর্নামেন্টজুড়ে তারা ২৮টি ক্যাচ মিস করেছেন, যা এক কথায় ‘অত্যন্ত হতাশাজনক’। দলের দুর্বল ফিল্ডিংয়ের সমালোচনা করলেও, খেলোয়াড়দের পারস্পরিক সমর্থনের প্রশংসা করেন ফ্লেচার। তিনি বলেন, “কঠিন সময়ে আমরা একে অপরকে সমর্থন করেছি। দল হিসেবে আমরা একত্রে ছিলাম, যদিও ফলাফল আমাদের পক্ষে আসেনি।”
প্যাট্রিয়টসের হয়ে তিনি নিজে ৩১৮ রান করেন, যার মাধ্যমে তিনি সিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তবে তার অর্জনের চেয়ে দলের পরাজয়কেই বড় আক্ষেপ হিসেবে দেখছেন তিনি। ফ্লেচার সমর্থকদের উদ্দেশে বলেন, “আমি জানি আপনারা হতাশ, আমিও। আশা করি আগামী বছর আমরা ভালো খেলব।” দলের এমন পারফরম্যান্সের পর তিনি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং আরও ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















